Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপসহকারী কৃষি কর্মকর্তা
কৃষি তথ্য ১)কৃষি সেবা সকল শ্রেণীর কৃষকদের তাদের নিজস্ব সম্পদের সঠিক ব্যবহার করে আর্থিক ও সামাজিক উন্নতি লাভ করা । ২)সার সুষ্ঠ ব্যবস্থাপনা করা ৩)ইউনিয়ন পরিষদের মাসিক সভায় অংশ গ্রহন ৪)বিভিন্ন ফসলের প্রদর্শনি প্লট বাস্তবায়ন করা ৫)চাষী পর্যায়ে বীজ উৎপাদন সংরক্ষন ও বিতারন কাজে সহায়কা করা ৬)ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প কাজে সহায়তা প্রদান করা ৭)কৃষি পরামর্শ কেন্দ্রে নিয়মিত কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করা ৮)রাশয়নিক সারের সাব ডিলার দোকান ঘর পরিদর্শন করা ও সুষ্ঠ ভাবে কৃষকদের মাঝে সার বিতারন কাজে সহায়তা করা ৯)ক্ষুদ্র প্রান্তিক মাঝারি ওবড় কৃষকদের তালিকা প্রনয়ন ১০)অগভির নলকুপ পাওয়ার পাম্প ও গভীর নলকুপের তালিকা প্রনয়ন করা ১১)অধিক পরিমানে জৈব সার উৎপাদন সহায়তা করা ১২)অধিক খাদ্য উৎপাদনে সহায়তা প্রদান করা ১৩)কৃষি পুন্নবাসন বাস্তবায়নে সহায়তা প্রদান ১৪)কৃষি র্ভতুকি কাজে সহায়তা প্রদান করা